Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

নারী বিপিএল : মেয়েদের ক্রিকেটের মাইলস্টোন

women team
[publishpress_authors_box]

ঠিক আইপিএল নয় তবে ভারতের নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জে খেলার অভিজ্ঞতা আছে জাহানারা আলম, সালমা খাতুন ও শারমিন আক্তার সুপ্তার। এমন লিগে খেলে আন্তর্জাতিক আমেজ পেয়েছেন তারা। কিন্তু দেশের অনেক নারী ক্রিকেটারের সেই সুযোগ হয়নি।

তাদের সুযোগ করে দিয়ে এবার নারী বিপিএল আয়োজন করছে বিসিবি। নতুন এই আসর নিয়ে দেশের ক্রিকেটে উঠেছে উৎসবের আমেজ। সব কিছু ঠিক থাকলে ১০ থেকে ১৭ ফেব্রুয়ারি এই টুর্নামেন্ট মাঠে গড়াতে যাচ্ছে। সব ম্যাচই হবে মিরপুরে।

বিসিবির নারী বিভাগের প্রধান এখন হাবিবুল বাশার। বাংলাদেশে সাবেক অধিনায়ক ও নির্বাচক নিজের অধীনে এমন একটি টুর্নামেন্ট পেয়ে বেশ উচ্ছ্বসিত। এই আসরকে নিজের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। নারী বিপিএল যেন মাত্র এক আসরেই আটকে না থাকে সেই চেষ্টা তার।

এই টুর্নামেন্টকে নারী ক্রিকেটের জন্য মাইলস্টোন উল্লেখ করে হাবিবুল বাশার সকাল সন্ধ্যাকে বলেছেন, “যেহেতু প্রথমবার এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। মেয়েদের ক্রিকেটের জন্য এটা একটা মাইলস্টোন। আমাদের মেয়েরা এখন আন্তর্জাতিক অঙ্গনে খেলার সুযোগ পাচ্ছে। কিন্তু যারা ঘরোয়া ক্রিকেট খেলে তাদের কিন্তু ভালো মানের টুর্নামেন্ট খেলা হয় না। বিপিএল দিয়ে ওরা বড় মঞ্চে খেলার সুযোগ পাবে।”

সাবেক অধিনায়কের বিশ্বাস একটি বিপিএল বাংলাদেশে নারী ক্রিকেটকে অনেকদূর এগিয়ে দিবে। এবারের বিপিএল দেখে সারা দেশের অনেক মেয়েরা ক্রিকেটের প্রতি আগ্রহী হবেন।

হাবিবুল বাশারদের জন্য কাজ অনেকটাই সহজ করে দিয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি। তিন দলের এই আসরে ইতিমধ্যে খেলার আগ্রহ দেখিয়েছে ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। এতে করে নতুন ফ্র্যাঞ্চাইজি খুঁজতে হয়নি বিসিবিকে।

হাবিবুল বাশার বলেছেন, “শুধু বিসিবি নয়, এই টুর্নামেন্টের জন্য ভালো দিক হলো এই তিনটি দল আগ্রহ দেখিয়েছে। ওরা আগে থেকেই বিপিএল মডেল জানে। সব বুঝে নিতে সমস্যা হবে না। এটা মেয়েদের জন্যও খুব ভালো যে ফ্র্যাঞ্চাইজিগুলো ওদের এই সুযোগ করে দিয়েছে।”

এই আসর দিয়ে নারী ক্রিকেটারদের অনেকদিনের দাবিও পূরণ হচ্ছে। বিসিবির আগের বোর্ডের কাছেই একটি বিপিএলের দাবি রেখেছিলেন তারা। ক্রিকেটারদের সেই স্বপ্ন সত্যি করছে বর্তমান বোর্ড।

বিপিএলের জন্য তিন দল ১৫জন করে ক্রিকেটার নিতে পারবে। তিন দলেই থাকবেন একজন করে আইকন ক্রিকেটার। এছাড়া একজন করে বিদেশি ক্রিকেটারও থাকবেন। এছাড়া এ, বি, সি ও ডি ক্যাটাগরিতে রাখা হবে ক্রিকেটারদের।

আইকন ক্রিকেটারদের সম্মানী ধরা হবে পাঁচ লাখ টাকা, এ ক্যাটাগরি চার লাখ, বি ক্যাটাগরি তিন লাখ, সি ক্যাটাগরি দুই লাখ এবং ডি ক্যাটাগরির ক্রিকেটাররা এক লাখ টাকা সম্মানী ধরা হবে। সুমন আরও জানিয়েছেন ক্রিকেটারদের জন্য দলগুলোর যেন ৩০-৩৫ লাখ এবং পুরো টুর্নামেন্টের জন্য ৫০ লাখ খরচ হয় সেদিকটা দেখবে বিসিবি।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত