শনিবার রাত থেকেই গুঞ্জন নারী ফুটবলে চলমান সঙ্কটের অবসান হতে পারে। সাবিনা খাতুন, মারিয়া মান্দারা অভিমান ভেঙে ফিরতে পারেন মাঠে। আর সেই আভাস পেয়েই বাফুফে ভবনে দুপুর থেকে গণমাধ্যম কর্মীদের আনাগোনা। দুপুর আড়াইটায় বাফুফে ভবনের ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের কক্ষে অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলন হলো।
সেখানেই মাহফুজা আক্তার ঘোষণা দিলেন বিদ্রোহ ভেঙে মাঠে ফিরবেন ১৮ জন নারী ফুটবলার। এবং এরই সঙ্গে শেষ হতে চলেছে কোচ পিটার বাটলার ইস্যুতে প্রায় মাসখানেক ধরে চলা নারী ফুটবলারদের বিদ্রোহের ঘটনা।
সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকারেরা সত্যিকার অর্থেই মাঠে ফিরবেন দাবি করে মাহফুজা আক্তার কিরণ বলেন, “আমরা মেয়েদের ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমি আজও বসেছিলাম প্রত্যেকের সঙ্গে। মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে।’
তবে তিনি পরক্ষণেই যোগ করেন, এখনই ফিরবেন না সাবিনারা। আগামী ২৬ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ দল। সেই দলে অবশ্য স্বাভাবিকভাবেই থাকবেন না বিদ্রোহী ফুটবলাররা। যেহেতু বাংলাদেশ দল ঢাকা ছাড়বে ২৪ ফেব্রুয়ারি। সেদিন থেকেই জাতীয় দলের ক্যাম্প বন্ধ হবে। এরপর বিরতি কাটিয়ে ফিরবেন সবাই।
তিনি বলেন, “আমি ওদের বলেছি আজ প্রেস ব্রিফ করবো। তখন ওরা বলে, আপা আপনি বলে দিতে পারেন। ক্যাপ্টেন বলেছে এবং ১৮ জনই উপস্থিত ছিল। ২৪ ফেব্রুয়ারি ক্যাম্প ছুটি হয়ে গেলে যখন ওরা ফিরবে তখন দুই পক্ষের সঙ্গে বসেই যা যা ভুল ভ্রান্তি আছে সেটা সমাধান করে ওরা ট্রেনিংয়ে যাবে ও চুক্তিতে সই করবে।”
বাটলারের সঙ্গে কেন মেয়েদের দূরত্ব তৈরি হলো। সাফের পর প্রায় চার মাস পেরিয়ে গেলেও কেন এই সমস্যার সমাধান করা হয়নি, সে সব নিয়ে পুরো ঘটনার দায়ভার অবশ্য নারী কমিটিকে দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে কিরণের ব্যাখ্যা, “মেয়েদের সঙ্গে কোচের যখন থেকে সমস্যা শুরু হলো তখন থেকেই নারী উইং কাজ করছে এই সমস্যা সমাধানের জন্য। তাদের বিভিন্নভাবে বোঝানো হচ্ছে গ্রুপে ও এককভাবে। যতভাবে সম্ভব। এবং সেটা একদিন না। অনেকবার তাদের সঙ্গে বসেছি এবং আলোচনা করেছি। এবং সেটা নিরসনের চেষ্টা করেছি। পরবর্তীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের তাদের জানিয়েছি যে মেয়েদের সঙ্গে কোচের কি সমস্যা।”
বাফুফে ভবনের তিন তলায় যখন সংবাদ সম্মেলন শেষ হলো, তখন ভবনের চার তলায় বারান্দায় দেখা গেল মারিয়া মান্দা , মাসুরা পারভীন ও সানজিদা আক্তারকে। একটু পর নীলুফার ইয়াসমিন নীলার সঙ্গে ভবনের বাইরে গেলেন মাসুরা। তাহলে আন্দোলন ভেঙে মাঠে ফিরছেন আপনারা? এই প্রশ্নটা করতেই দুজনই এড়িয়ে গেলেন। শুধু মাসুরা বললেন, “এ ব্যাপারে যা বলার আমাদের অধিনায়ক বলবেন।”
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ফুটবলার সকাল সন্ধ্যাকে জানান, “আন্দোলন ভেঙে ফেরার ঘোষণা এলেও এর মধ্যে অনেক কাহিনী আছে। এটা আমি বলতে চাই না। যা বলার অধিনায়ক সাবিনা আপু বলবেন।”