Beta
সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়াকে কাঁপিয়েও হারল বাংলাদেশ

87
[publishpress_authors_box]

মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালীকে অস্ট্রেলিয়াকে বাগে পেয়েছিল বাংলাদেশ। তারপরও জেতা হল না সুমাইয়া আকতারের দলের। বাংলাদেশ ৪ বল বাকি থাকতে হেরেছে ২ উইকেটে।

শুরুতে ব্যাট করে বাংলাদেশ ৯ উইকেটে করেছিল কেবল ৯১ রান। আফিয়া আসিমা করেন ৩৪ বলে সবচেয়ে বেশি ২৯ রান। সুমাইয়া আকতার করেন ১৩।

 ১২ রানে ২ উইকেট তেগান উইলিয়ামসের। পুঁজি ১০০ না হলেও সেরাটা দিয়েই লড়াই করেছে বাংলাদেশ। ৬০ রানে অস্ট্রেলিয়া হারিয়েছিল ৫ উইকেট। স্কোরটা দেখতে দেখতে হয়ে যায় ৭৭ রানে ৭ উইকেট।

তবে অধিনায়ক লুসি হ্যামিল্টন ৩৫ বলে ৩০ করে রুদ্ধশ্বাস জয় এনে দেন অস্ট্রেলিয়াকে। সাতে নামা এলা ব্রিসকো একপ্রান্ত আগলে রাখলেও ৮৬ রানে অষ্টম উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষ দুই ওভারে বাংলাদেশের হাতে ছিল ৪ রানের পুঁজি।

ফাহমিদা ছোঁয়ার করা ১৯তম ওভারে ৪ রান তুলে ম্যাচ সমতায় নিয়ে আসে অস্ট্রেলিয়া। ২০তম ওভারের দ্বিতীয় বলে জয় নিশ্চিত করে তারা। বাংলাদেশি বোলারদের মধ্যে জান্নাতুল মাওয়া ১৫ রানে নেন ৩ উইকেট। নিশিতা আকতার নেন ১৯ রানে ১ উইকেট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত