সেমিফাইনাল স্বপ্ন ভেঙে গেল বাংলাদেশেরে মেয়েদের। অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার সুপার সিক্সে ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে সুমাইয়া আকতারের দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে শুরুতে ব্যাট করে বাংলাদেশ করেছিল ৮ উইকেটে ৬৪ রান। এত অল্প পুঁজি নিয়ে ভারতের মতো শিরোপাপ্রত্যাশী দলের সঙ্গে লড়াই করা কঠিন।
পারেনি বাংলাদেশও। ভারত ৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে পৌঁছে যায় লক্ষ্যে। ৮ উইকেটের জয়ে নিশ্চিত করে সেমিফাইনালও। সুপার সিক্সে ৩ ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়ার পয়েন্ট সমান ৬। তাদের টপকে যাওয়ার সুযোগ নেই গ্রুপ-১’এ থাকা দলগুলোর।
সমান ৩ ম্যাচ শেষে শ্রীলঙ্কার পয়েন্ট ৩, বাংলাদেশের ২, স্কটল্যান্ডের ১ ও ওয়েস্ট ইন্ডিজের ০। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারালেও ৪ পয়েন্টের বেশি হবে না বাংলাদেশের। তাই এবারের মতো সুপার সিক্সে শেষ হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।
অল্প রানের লক্ষ্যে নেমে ভারতীয় ওপেনার তৃষা গনগারি ৩১ বলে করেন ৪০ রান। এছাড়া সনিকা চালকে করেন ৫ বলে ১১। ১টি করে উইকেট নিয়েছেন আনিসা আকতার ও হাবিবা ইসলাম।
এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে ২৯ বলে সর্বোচ্চ ২১ করেন অধিনায়ক সুমাইয়া আকতার। জান্নাতুল মাওয়া করেছিলেন ২০ বলে ১৪। এ দুজন ছাড়া দুই অঙ্কের ইনিংস নেই আর কারও। বৈষ্ণবি শর্মা ৪ ওভারে ১৫ রানে নেন ৩ উইকেট।