অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি, অন্তর্ভূক্তিমূলক টেকসই প্রবৃদ্ধির জন্য বিশ্বব্যাংক বাংলাদেশকে অবিরাম সহযোগিতা দিয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।
চারদিনের ঢাকা সফর শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে তিনি এই আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক।
গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সফরে তিনি প্রধান উপদেষ্টাসহ অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজ ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৃহস্পতিবার তার সফর সম্পর্কে এক বিজ্ঞপ্তিতে জানায় বিশ্ব ব্যাংক। সেখানে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বৃহস্পতিবার তার সফর শেষ করেছেন। এর আগে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে তিনি বাংলাদেশের জনগণের প্রতি বিশ্বব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যাক্ত করেন।
ওই বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু স্থিতিস্থাপকতা এবং উন্নত জনসেবা প্রদানের ভিত্তি তৈরিতে অবিরাম সহযোগিতা থাকার বিষয়ে প্রতিশ্রুতি দেন।
রেইজার বলেন, “বিশ্বব্যাংক স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে সরকারকে বিভিন্ন ধরনের সংস্কারে সহায়তা করছে।”
সংস্কারের ধরন উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, “ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ও সম্পদ পুনরুদ্ধার, কর নীতি এবং রাজস্ব সংগ্রহ ও নিরীক্ষা এবং জাতীয় পরিসংখ্যানের গুণমান ও স্বাধীনতা শক্তিশালী করতে হবে। এই সংস্কারগুলি মধ্য মেয়াদে সবার জন্য সমান সুযোগ তৈরি করবে যা ব্যবসা ও জনগণের আস্থা বাড়াতে সাহায্য করবে।”
এসময় তিনি ২০২৪ সালের সেপ্টেম্বরের বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা, জ্বালানি খাতের চাপ কমানো, একটি আধুনিক এবং সুনির্দিষ্ট সামাজিক সহায়তা ব্যবস্থা তৈরি করার ওপর জোর দেন। এছাড়ও ঢাকার ক্রমবর্ধমান বায়ু দূষণ মোকাবেলায় সহায়তার জন্য বিশ্বব্যাংকের নতুন ঋণের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান।
সফরে মার্টিন রেইজার প্রধান উপদেষ্টা ছাড়াও অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান এবং সুশীল সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সরকারের চাপের চ্যালেঞ্জ এবং উন্নয়ন অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন।