Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

ফোন চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা উখিয়ায়

Coxs Bazar
[publishpress_authors_box]

কক্সবাজারের উখিয়া উপজেলায় শনিবার মধ্যরাতে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত মোহাম্মদ আরাফাত (২২) উপজেলার পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পুটিবুনিয়া এলাকার জালাল আহমদ ওরফে জালাল হাজীর ছেলে।

নিহতের ভাই জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, শনিবার দুপুরে ফোন করে স্থানীয় জাহেদ ও সাহাব উদ্দিনসহ কয়েকজন আরাফাতকে ডেকে নিয়ে যায়। পরে মোবাইল ফোন চুরির অভিযোগ এনে তাকে বেঁধে কয়েক দফা মারধর করে। রাতে তারা তাকে মুমূর্ষু অবস্থায় পুটিবুনিয়া এলাকায় সেনাবাহিনীর ক্যাম্পের পাশে ফেলে যায়।

খবর পেয়ে স্বজনরা আরাফাতকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে চুরির অভিযোগে প্রতিপক্ষের মারধরে ওই যুবকের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। স্বজনদের অভিযোগ পেলে মামলা নথিভুক্ত করা হবে।”

ময়নাতদন্ত শেষে রবিবার সকালে আরাফাতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত