Beta
শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

উড়তে থাকা মোহামেডানকে মাটিতে নামাল ইয়ংমেন্স

মোহামেডানকে হারানোর পর ইয়ংমেন্স ফকিরেরপুলের ফুটবলারদের উল্লাস। ছবি: বাফুফে
মোহামেডানকে হারানোর পর ইয়ংমেন্স ফকিরেরপুলের ফুটবলারদের উল্লাস। ছবি: বাফুফে
[publishpress_authors_box]

পেশাদার ফুটবল লিগের যুগে প্রবেশ করার পর কোনও চ্যাম্পিয়ন ট্রফি জিততে পারেনি মোহামেডান। কিন্তু আলফাজ আহমেদের হাত ধরে সেই অধরা স্বপ্নের পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল সাদা-কালো দলটি।

প্রিমিয়ার লিগে ৮ ম্যাচের সব কটি জিতে যেন রীতিমতো উড়ছিল মোহামেডান। বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড, ব্রাদার্স ইউনিয়ন, রহমতগঞ্জ- এই দলগুলো যা করতে পারেনি সেটাই করে দেখিয়েছে প্রিমিয়ার লিগে নতুন আসা ইয়ংমেন্স ফকিরেরপুল।

শুক্রবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ইয়ংমেন্স ১-০ গোলে হারিয়েছে মোহামেডানকে। এবারের মৌসুমে এই জয়কে বলা হচ্ছে বড় অঘটন। একমাত্র গোলটি করেছেন ইয়ংমেন্সের উজবেকিস্তানের ফুটবলার সারদর জাকমোনভ।

লিগে মোহামেডান ৯ ম্যাচে প্রথম হারে ২৪ পয়েন্ট নিয়েও শীর্ষে আছে। সমান ম্যাচে ইয়ংমেন্স তৃতীয় জয়ে ৯ পয়েন্টে ষষ্ঠ স্থানে উঠে এসেছে।

চলতি লিগে প্রথম হারের দেখা পেয়েছে মোহামেডান। ছবি: বাফুফে

ভরসার বড় অস্ত্র সুলেমানে দিয়াবাতেকে নিয়ে একের পর এক আক্রমণ গড়েও গোল পায়নি মোহামেডান। আর সুযোগ পেয়েই ইয়ংমেন্স জয়সূচক গোলটি আদায় করে নেয়।

২৪ মিনিটে ইয়ংমেন্সের দারুণ সুযোগ নষ্ট হয়। প্রথমার্ধের শেষ দিকে আবার ইয়ংমেন্স গোলরক্ষক সাজু আহমেদের ভুলে সুযোগ পেয়েছিলেন দিয়াবাতে। কিন্তু আচমকা পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি। ইয়ংমেন্স গোলকিপার সাজু ভুল করে দিয়াবাতের পায়ে বল তুলে দেন।

একটু পর মিনহাজ রাকিবের বাইসাইকেল কিক নেওয়ার চেষ্টা করলেও বলে পা ছোঁয়াতে পারেননি। বক্সে তার পাশেই থাকা দিয়বাতেও ফ্লিকের চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি।

বিরতির পরও মোহামেডানের আক্রমণে ধার ছিল না। সুযোগ নষ্টের মিছিলে ৬২ মিনিটে যোগ হয় মনসুর কুলদিয়াতির নামও। বক্সে অরক্ষিত থাকা বুরকিনা ফাসোর এই ফরোয়ার্ড সময় পেয়েও পারেননি। তার শট বেরিয়ে যায় পোস্টের অনেক বাইরে দিয়ে!

৬৬ মিনিটে মোহামেডান সমর্থকদের হৃদয় ভেঙে ইয়ংমেন্স এগিয়ে যায়। আকবির তুরায়েভের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে বক্সের বেশ বাইরে থেকে উজবেকিস্তানের মিডফিল্ডার সারদর জাকমোনভ বুলেট গতির শট নেন। কিন্তু সেটা লাফিয়েও নাগাল পাননি মোহামেডান গোলরক্ষক সুজন।

ইয়ংমেন্স ফকিরেরপুল হারিয়ে দিয়েছে মোহামেডানকে। ছবি: বাফুফে

গোল শোধে মরিয়া হয়েও খেলেও সমতায় ফেরা হয়নি। ৭৪ মিনিটে মোহামেডানের সৌরভের শট গোললাইন থেকে ফেরান নাইজেরিয়ান ডিফেন্ডার সেগুন টোপে ওডুডোয়া।

যোগ করা সময়ে ইয়ংমেন্সকে বাঁচিয়ে দেন তাদের বদলি গোলরক্ষক তৈয়ব সিদ্দিকী। মোহামেডানের কুলদিয়াতির হেড তৈয়ব সিদ্দিকী লাফিয়ে উঠে এক হাত দিয়ে কর্নারের বিনিময়ে রুখে দিয়ে ম্যাচ ড্র হতে দেননি। শুধু তাই নয় এভাবে কয়েকটি দুর্দান্ত শট রুখে দিয়ে জয়ের অন্যতম নায়ক বনে যান তৈয়ব।

এছাড়া ময়মনসিংহে আল আমিনের জোড়া গোলে পুলিশ এফসি ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত