Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

যুব হকি বিশ্বকাপ নিশ্চিত করা ২১ জনের পুরস্কার ৫ লাখ টাকা

hockey2
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

আগামী বছর ভারতে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে দেশে ফিরেছেন বাংলাদেশ অনূর্ধ্ব–২১ দলের হকি খেলোয়াড়রা। ওমান থেকে ফেরা খেলোয়াড়রা বিমানবন্দরে ছিলেন উৎসবমুখর। বিমানবাহিনীর বাসে করে রাজধানীর ফ্যালকন হলে যান খেলোয়াড় ও কোচিং স্টাফরা। বাংলাদেশ হকি ফেডারেশনের পক্ষ থেকে সেখানে সংবর্ধনাও দেওয়া হয় তাদের।

ফুলেল শুভেচ্ছায় বরণ করার পাশাপাশি পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তাতে দলের ১৮ জন খেলোয়াড় ও ৩ কোচ, কর্মকর্তারা প্রত্যেকে পাবেন ২৩ হাজার ৮০৯ টাকা বা প্রায় ২৪ হাজার টাকা করে। অঙ্কটা তাদের সাফল্যের তুলনায় বেশ কম মনে হতেই পারে।

যুব হকি দলের খেলোয়াড়রা ক্যাম্প চলার সময় ভাতা পান মাত্র ৪০০ টাকা। এছাড়াও আছে নানা প্রতিবন্ধকতা। এ নিয়ে ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানালেন, ‘‘আমরা অবশ্যই আমাদের যথাসাধ্য চেষ্টা করব খেলোয়াড়দের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য। বর্তমান কমিটির শুধু একটি লক্ষ্য হকিকে এগিয়ে নেওয়া। আশা করি হকি সামনে আরও এগিয়ে যাবে।’’

পাশাপাশি বিশ্বকাপ নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানালেন তিনি, ‘‘প্রথমেই বিশ্বকাপ জয়ের প্রত্যাশা বাস্তবিক হবে না। আমরা আমাদের যথাসাধ্য ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করব। এবার তিন মাসের মতো অনুশীলন হয়েছে। বিশ্বকাপের আগে এক বছর সময় রয়েছে যা যথেষ্ট। আমরা অন্তত ছয় মাসের অনুশীলনের ব্যবস্থা করব।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত