গত আগস্টে ঘরের মাঠে ভারতে হারিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে। তবে সেটা টি-টোয়ন্টিতে। এবার ঘরের মাঠে আরেক এশিয়ান পরাশক্তিতে হারালো জিম্বাবুয়ানরা। সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৮০ রানে জিতেছে তারা।
খেলাটি হয়েছির বুলাওয়েতে। সেখানে কয়েক মাস যাবত বৃষ্টি হয় না। আর যেদিন বৃষ্টি এল তখন দ্বীগুণ খুশির বার্তা দিয়ে গেল। রান তাড়ায় নামা পাকিস্তানের ইনিংসের ২১ ওভার শেষে বৃষ্টি আসে। ওয়ানডে ম্যাচে ২০ ওভার হয়ে যাওয়ায় আর খেলা না হলেও ফেল হতে বাধ্য।
কিন্তু ততক্ষণে ২০৬ রানের লক্ষ্যে নামা পাকিস্তানের ৬ উইকেট ড্রেসিংরুমে মাত্র ৬০ রানে। তাই বৃষ্টিতে খেলা বন্ধ হলেও একমাত্র জিম্বাবুয়েই জয় পেতো।
সেটাই হয়েছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানের সামনে কার্টেল ওভারে লক্ষ্য দাঁড়ায় ২১ ওভারে ১৪১ রান। কিন্তু দ্রুত রান তুলতে গিয়ে নিয়মিত উইকেট হারানো পাকিস্তান ৬ উইকেটে মাত্র ৬০ তুলতে পারে।
জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ৯ রানে ২, সিকান্দার রাজা ৭ রানে ২ ও শন উইলিয়ামস ১২ রানে ২ উইকেট নেন। এর আগে জিম্বাবুয়ের লোয়ার অর্ডার রিচার্ড এনগারাভা ৫২ বলে ৪৮ রান করে দলকে ভালো স্কোর এনে দেন। এছাড়া সিকান্দার রাজা ৩৯, উইলিয়ামস ২৩ ওমারুমানি ২৯ রান করেন।